নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম – কাপ্তাই সড়কের নজুমিয়া হাট এলাকা নামক স্থানে অভিযান চালিয়ে গোদা ও চাপালিশ চিড়াই কাঠ বোঝাই ট্রাক আটক করে বনবিভাগ।
বিজ্ঞাপন
শনিবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে কাঠ ভর্তি ট্রাক আটক করা হয়।
বিজ্ঞাপন
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর দিক নির্দেশনা মোতাবেক শহর রেঞ্জের চৌকস টহল টিক কতৃক এক অভিযান পরিচালনা করে গোদা ও চাপালিশ চিড়াই কাঠ বোঝাই এক ১টি ট্রাক আটক করা হয় ।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আটককৃত ট্রাক (নং-চ:মে:ট :১১-৫৬৫৬) ও বৈধ কাগজ না পাওয়ায় জব্দ করা হয় এবং জব্দকৃত মালামাল কালুরঘাট ডিপো হেফাজতে রাখা হয় ও যথারীতি পরবর্তী আইনী পক্রিয়া চলমান রাখা হয়।