নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুনপাড়াস্থ বালুচরার বিআরটিসি বাস ডিপোতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত আবদুল হামিদ রুবেল (৩২) চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (২৬ ফেব্রুয়ারী) দিবাগত রাতে তিনি মারা যান।
নিহত রুবেল হাটহাজারী উপজেলার ১২নং চিকনদন্ডী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউসুফ কোম্পানির বাড়ির মৃত আবদুল কাদেরের পুত্র এবং তিন সন্তানের জনক।
নিহত রুবেলের পরিবার জানান, গত শুক্রবার রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার ঠিকাদারী ব্যবসায়িক অংশীদার। তার সাথে রুবেলের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ধারনা করা হচ্ছে এই বিরোধের জের ধরে তার উপর হামলায়এই খুনের ঘটনা ঘটতে পারে। গত শুক্রবার দিবাগত রাতে তাকে তার পরিচিত কিছু লোক তাকে তার বাড়ি এলাকা থেকে ডেকে নতুন পাড়া বাজারে নিয়ে যায়। সেখানে রুবেলকে এলোপাতাড়ি মারধর করে ছুরিকাহত করে। তাকে ছুরিকাহত করার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। উপস্থিত লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দিবাগত রাতে রুবেল নামে এই ঠিকাদারের মৃত্যু হয়।
চিকনদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চু বলেন, গত শুক্রবার দিবাগত রাতে রুবেলের পরিচিত কিছু লোক বাড়ি এলাকা থেকে তাকে ডেকে নতুন পাড়া বাজারে নিয়ে যায়। সেখানে রুবেলকে এলোপাতাড়ি মারধর করে ছুরিকাহত করে। তাকে ছুরিকাহত করার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। উপস্থিত লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দিবাগত রাতে রুবেল নামে এই ঠিকাদারের মৃত্যু হয়।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।