নিজস্ব প্রতিবেদক:
নগরীর বন্দর থানা এলাকায় বিভিন্ন স্থানে পকেটমার, ছিনতাই ও হারিয়ে যাওয়া ৮৫টি মোবাইল উদ্ধার করে জিডি মূলে সল্প সময়ে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার (২৫ আগস্ট) বিকাল ৫টার দিকে থানা প্রাঙ্গণে এ মোবাইল সমুহ হস্তান্তর করা হয়।
সিএমপি'র বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা বলেন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ শরিফুজ্জামান এর তত্ত্বাবধানে, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান এর সার্বিক সহযোগিতায়, বন্দর থানার অফিসার ইনচার্জ সন্জয় কুমার সিন্হা এর নেতৃত্বে জিডি মূলে গত ১ আগস্ট হতে ২৫ আগস্টের মধ্যে সর্বমোট ৮৫টি হারনো মোবাইল দেশের বিভিন্ন স্হান হতে উদ্ধার করে আজ শুক্রবার ২৫ আগস্ট বিকাল ৫টার দিকে উপস্থিতিতে ৭৫ জন মোবাইল হারানো জিডির বাদীর জিম্মায় তাদের হারানো মোবাইল প্রদান করা হয় ৷ বাকী বাদীগন চট্টগ্রামের বাইরে থাকায় অবশিষ্ট ১০টি মোবাইল হস্তান্তরের অপেক্ষায় রয়েছে ৷
উল্লেখ যে, ইতিপূর্বেও বিভিন্ন মাসে গড়ে ৫০/৬০ টি হারানো মোবাইল উদ্ধারপূর্বক জিডির বাদীকে প্রদান করা হয়েছে ৷