নিজস্ব প্রতিবেদক:
নগরীর কোতোয়ালি থানাধীন পলোগ্রাউন্ড সংলগ্ন রেলওয়ে পাবলিক হাই স্কুলের সামনে থেকে চোরচক্রের সদস্য মো: ইকরাম মাহমুদকে ১টি চোরাই পুরাতন Apache, ১ টি Pulsar ও পটিয়া ক্রসিং মোড় এলাকা থেকে মোঃ হাসান, তৌহিদুল এবং মিরাজকে দুইটি চোরাই Pulsar এবং একটি Fz সহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
গত বুধবার (১১ অক্টোবর) বিশেষ অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গত ১০ অক্টোবর নগরীর কোতোয়ালি থানাধীন পলোগ্রাউন্ড সংলগ্ন রেলওয়ে পাবলিক হাই স্কুলের সামনে থেকে চোরচক্রের সদস্য মো: ইকরাম মাহমুদকে ০১টি চোরাই পুরাতন Apache এবং ০১ টি Pulsar মোটর সাইকেলসহ আটক করেন।
পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে ১১/১০/২৩ খ্রি: নগরীর কর্ণফুলী থানাধীন পটিয়া ক্রসিং মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চোরচক্রের সদস্য মোঃ হাসান, তৌহিদুল এবং মিরাজকে দুইটি চারাই Pulsar এবং একটি Fz সহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোটর সাইকেল চুরি করে তাদের সহযোগীদের সহায়তায় চট্টগ্রাম শহরে নিয়ে আসেন, পরবর্তীতে চোরচক্রের সদস্যরা অনলাইনে বিজ্ঞাপনের মাধ্যমে চোরাই মোটর সাইকেল বিক্রয় করেন।