নিজস্ব প্রতিবেদক:
ইপিজেড থানাধীন কাজির গলি পকেট গেইটস্থ রেইনবো কমিউনিটি সেন্টারের পার্শ্ববর্তী কাঁচা বাজারের অভিযান পরিচালনা করে ২টি স্টিলের টিপ ছোরা, নগদ ৫,০০০ টাকা ও ১টি ওয়ালটন বাটন মোবাইলসহ ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে আটক করে পুলিশ।
সোমবার (৫ জুন) বিশেষ অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
আটককৃত ৪ ছিনতাইকারী হলেন, মোহাম্মদ হাসান ইমাম রুবেল, মোঃ রানা হোসেন, সাকিব মোহাম্মদ রাহাদ ও গোলাম ইয়াসিন প্রকাশ ইভান
ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, কাজির গলি পকেট গেইটস্থ রেইনবো কমিউনিটি সেন্টারের পার্শ্ববর্তী কাঁচা বাজারে বাদির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ০২ টি স্টিলের টিপ ছোরা, নগদ ৫,০০০ টাকা ও ০১ টি ওয়ালটন বাটন মোবাইলসহ ছিনতাই চক্রের সদস্য মোহাম্মদ হাসান ইমাম রুবেল, মোঃ রানা হোসেন, সাকিব মোহাম্মদ রাহাদ ও গোলাম ইয়াসিন প্রকাশ ইভান কে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে নগরীর ইপিজেড থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।