নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর জিইসি মোড়, ওয়াসা মোড় ও কাজীর দেউড়ি এলাকায় সাইনবোর্ড বাংলায় না লেখায় ৪ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে চসিক পরিচালিত মোবাইল কোর্ট।
শুক্রবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযান চালানো হয়।
জিইসি মোড়স্থ ফ্লেভার্রস প্রিমিয়ার সুইটসকে ৫ হাজার, জেন্টেল পার্ককে ২ হাজার, আহেলি রেস্টুরেন্টকে ২ হাজার ও ওয়াসা মোড়ের সিজলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও পলিথিন ব্যাগে পণ্য বিক্রির দায়ে কাজীর দেউরি বাজারের ৪ দোকানদারকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।