নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের পাহাড়তলী থানার সরাইপাড়া থেকে ১টি বিদেশী পিস্তল ও কাতুর্জসহ ইসমাইল (৩৫) নামে একজন অস্ত্রধারী সন্ত্রাসী’কে আটক করেছে র্যাব-৭।
সোমবার (৩০ অক্টোবর) বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিদেশি পিস্তল ও কার্তুজ
র্যাব-৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার বলেন, চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল এবং ০১ রাউন্ড কাতুর্জ উদ্ধারসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইসমাইল (৩৫), পিতা-মৃত আবুল হোসেন, সাং-নোয়াপাড়া, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম মহানগরী। গ্রেফতারকৃত আসামি আগ্নেয়াস্ত্র তার নিজ হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নাই। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং কাতুর্জ দিয়ে সে স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে ব্যবহার করত।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে