নিজস্ব প্রতিবেদক:
সিএমপির পুলিশের টানা ১২ দিনের অভিযানে দেশের বিভিন্ন স্হান থেকে ৫০টি মোবাইল উদ্ধার করা হয়।
সোমবার (১২ জুন) উদ্ধার করা মোবাইল গুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
সিএমপি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা বলেন, নগরীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া, পকেটমার ও ছিনিয়ে নেওয়া মোবাইল জিডি মূলে গত ০১ জুন থেকে ১২ জুন পর্যন্ত টানা অভিযান সর্বমোট ৫০টি হারানো মোবাইল দেশের বিভিন্ন স্হান থেকে উদ্ধার করেন।
যার মধ্যে গত ১২/০৬/২৩ খ্রিঃ তারিখ বন্দর থানার অফিসার ইনচার্জ উদ্ধারকৃত ৪০টি মোবাইল হারানো জিডি মূলে বাদির জিম্মায় প্রদান করেন৷ অবশিষ্ট ১০টি মোবাইল হস্তান্তরের অপেক্ষায় রয়েছে ৷
উল্লেখ্য যে, ইতিপূর্বে বিভিন্ন সময়ে গড়ে ৩০/৪০ টি হারানো মোবাইল উদ্ধারপূর্বক জিডির বাদির নিকট হস্তান্তর করা হয়েছে।