নিজস্ব প্রতিবেদক:
নগরীর রিয়াজুদ্দিন বাজারে জাল রাজস্ব স্ট্যাম্প দিয়ে ১৬,২৮৩ প্যাকেট বিভিন্ন কোম্পানির সিগারেটসহ ৪ জনকে আটক করে পুলিশ।
গত মঙ্গলবার (১৭ অক্টোবর) বিশেষ অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ হোসাইন, মোঃ আমজাদ হোসেন চৌধুরী, বশির আহমেদ ও মোঃ শহিদুল আলম।
মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন রিয়াজ উদ্দিন বাজারের ৪নং গলি পুরাতন পানবাজার বার্মিজ আচার মার্কেট সিগারেট গলি এলাকায় অভিযান পরিচালনা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শুল্ক-কর পরিশোধিত জাল রাজস্ব স্ট্যাম্প যুক্ত বিভিন্ন কোম্পানির সিগারেট ক্রয় বিক্রয়ের সাথে জড়িত মোঃ হোসাইন, মোঃ আমজাদ হোসেন চৌধুরী, বশির আহমেদ ও মোঃ শহিদুল আলমকে ১৬,২৮৩ প্যাকেট বিভিন্ন কোম্পানির সিগারেটসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা জানায় ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ (বি.এ.টি.বি) কোম্পানির BENSON & HEDGES, DERBY STYLE, STAR, GOLD LEAF সিগারেট সহ অন্যান্য কোম্পানির NEXUS, CITI GOLD, T20 WEIL FILTER, EXPRESS, RICH BLACK, SANOR GOLD I SENOR GOLD সিগারেটের প্যাকেটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শুল্ক-কর পরিশোধিত জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে সিগারেট মজুদ করতঃ রিয়াজউদ্দিন বাজারসহ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় সিগারেট ব্যবসায়ীদের নিকট ক্রয় বিক্রয় ও বাজারজাত করে থাকে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।