নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহনে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯ জুলাই) নগরীর দামপাড়া পুলিশ লাইনস সম্মেলন কক্ষে কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, পিপিএম।
তিনি আরও বলেন, গত ২৩/০৫/২০২২ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় চট্টগ্রাম মহানগরীতে চলাচলরত গণপরিবহনে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে বিদ্যমান রুটের সিলিং নির্ধারণ, নতুন রুট অনুমোদন ও কোম্পানভিত্তিক গণপরিবহন ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের নিমিত্ত অত্র কমিটি গঠন করা হয়।
সভায় সিএমপি ট্রাফিকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিআরটিএ, সিসিসি, চউক এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।