নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এমএ সালাম বলেছেন, মরহুম মুস্তাফিজুর রহমানের মতো মানুষ খুব কমই জন্মায়,দলীয় নেতা কর্মীদের জন্যে তার দরজা সব সময় খোলা ছিলো,অনুন্নত অবহেলিত সন্দ্বীপের উন্নয়ন মূলত উনার হাত ধরেই সূচিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে দোস্ত বিল্ডিং কার্যালয়ে যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ থেকে নির্বাচিত সাবেক দু- বারের সাংসদ দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন মুস্তাফিজুর রহমানের মতো জনদরদী নেতা আজকাল তেমন চোখে পরেনা।
এতে বক্তব্য রাখেন সহ সভাপতি ও নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ,সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী,প্রচার সম্পাদক প্রদীপ চক্রবত্তী,কার্যনির্বাহী সদস্য সরোয়ার হাসান জামিল, গোলাম রব্বানী,জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিকা এড বাসন্তী প্রভা পালিত,যুব মহিলা লীগের এড জুবাঈদা সরোয়ার নিপা, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।