নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
হাটহাজারীতে পাইপ ফিটারের কাজ করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু হাটহাজারীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার: গুরুতর আহত ৩ হাটহাজারীতে দেশী অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার  জাল সনদ তৈরীর দায়ে দোকান মালিকের জেল ধলইয়ের শান্তিরহাট ইটভাটা গুড়িয়ে দিলো এসিল্যান্ড মেখল ইউনিয়নে অগ্নিকান্ডে পুড়ে ছাই ৩ দোকান চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা মহড়া কৃষকের হাট” উদ্বোধন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কুয়াইশ রহমানিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চারিয়ার ৫টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করলেন জেলা প্রশাসন
দেশীয় ধারালো অস্ত্রসহ দুর্ধর্ষ কিশোর গ্যাং “মামা গ্রুপের” প্রধানসহ ৭ সদস্যকে গ্রেফতার করে র্যাব 

দেশীয় ধারালো অস্ত্রসহ দুর্ধর্ষ কিশোর গ্যাং “মামা গ্রুপের” প্রধানসহ ৭ সদস্যকে গ্রেফতার করে র্যাব 

নিজস্ব প্রতিবেদক: মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় দেশীয় ধারালো অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে দুর্ধর্ষ কিশোর গ্যাং “মামা গ্রুপের” প্রধানসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বুধবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার বলেন, সম্প্রতি চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন মহল থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম ‘মামা গ্রুপ’ নামক কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন, সিসিটিভি ক্যামেরায় প্রাপ্ত নাশকতার ফুটেজ পর্যালোচনায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকল অভিযোগের সত্যতা পাওয়ায় ‘মামা গ্রুপের বিভিন্ন সদস্যকে চিহ্নিত করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ সংবাদের মাধ্যমে জানতে পারে যে, আসন্ন ঈদকে কেন্দ্র করে কতিপয় দুষ্কৃতিকারী কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন নাসিরাবাদ শিল্প এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ৩ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে “মামা গ্রুপ” নামক কিশোর গ্যাং গ্রুপের গ্রুপ প্রধান ১। মোঃ সিফাত হোসেন (২৬), পিতা-মোঃ মোতালেব, সাং-রঘুয়া, থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোণা, ২। মোঃ কামরুল ইসলাম (৩৪), পিতা-মৃত ফজলুর রহমান, সাং-দাউদকান্দি, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, ৩। মোঃ মনির হোসেন (৩৭), পিতা-মৃত ইলিয়াস হোসেন, সাং-চরজগবন্ধু, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম ৪। মোঃ সোহেল (২৫), পিতা-রুহুল আমিন, সাং-বিবিরহাট, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ মনির হোসেন (২৪), পিতা-মৃত আব্দুল মান্নান, সাং-গহিরা, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, ৬। মোঃ কাওসার (২৩), পিতা-মনির হোসেন, সাং-নতুন বাজার, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা এবং ৭। মোঃ লালু @ সোহেল (২০), পিতা- মোঃ ছাব্বির, সাং-পাহাড়িকা স্টারশীপ, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের দেহ তল্লাশী করে তাদের নিজ হাতে বের করে দেয়া মতে ০২টি স্টিলের চাপাতি, ০১টি ফোল্ডিং টিপছুরি এবং ০২টি স্টিলের ক্ষুর উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা “মামা গ্রুপ” নামক কিশোর গ্যাংয়ের হয়ে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন এলাকায় রাত্রীকালীন সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে চাঁদাবাজি, ছিনতাই এবং ডাকাতি করে আসছিল। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আসন্ন ঈদকে কেন্দ্র করে আসামিগণ ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ শিল্প এলাকায় একত্রিত হয়েছিল।

উল্লেখ্য, “মামা গ্রুপ” নামক এই কিশোর গ্যাং এর সদস্যরা চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ শিল্প এলাকায় স্থানীয়ভাবে রাস্তায়, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গলি ও রোডে ছিনতাই, চাঁদাবাজী, নিজেদের মধ্যে মারামারি, অন্য সাধারণ কিশোরদের মারধর ও প্রাননাশের হুমকী প্রদান, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করে বলে জানা যায়। এছাড়াও তারা সাধারণ মানুষসহ দৈনন্দিন চলাচলরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শন এর মাধ্যমে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ছিনতাই করে আসছিল বলে অকপটে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com