নিজস্ব প্রতিবেদক:
মাগুরার চাঞ্চল্যকর অটোরিকশা চালক জোনাব হত্যার মূল আসামি জোনাব আলী ফকির (৫০) কে গ্রেফতার করেছে র্যাব-৬।
সোমবার (১৬ জানুয়ারী) ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন বাগুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
র্যাব ৬ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোস্তাক আহমেদ বলেন, মাগুরা জেলার সদর থানাধীন পাকা কাঞ্চনপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভিকটিম মোঃ জাহিদুল ইসলাম ওরফে জোনাব এর সাথে আসামী জোনাব আলী ফকিরদের পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। গত ৩১ ডিসেম্বর বিকেলে ভিকটিম তার নিজের ইজিবাইক নিয়ে বাড়ি ফেরার পথে পাকা কাঞ্চনপুর মসজিদের সামনে পৌছলে আসামী পূর্বপলিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ীভাবে পিটিয়ে ও কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। স্থানীয় লোকজন ভিকটিমকে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে মাগুরা জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র্যাব-৬ এর একটি আভিযানিক দল আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার ১৬ জানুয়ারি আনুমানিক ০০.১৫ ঘটিকার সময় র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন বাগুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর জাহিদুল ইসলাম ওরফে জোনাব হত্যাকাণ্ডের মূল আসামি জোনাব আলী ফকির(৫০), সাং-পাকা কাঞ্চনপুর, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যার সাথে তার সংশিষ্টতার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামিকে মাগুরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।