নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
ফরহাদাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার কে ঘর নির্মাণ করে দেয়া হবে: উপদেষ্টা ফারুক ই আজম হাটহাজারীতে আগুনে পুড়লো ৪ পরিবারের বসতঘর পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তীর পিএইচডি ডিগ্রি অর্জন হাটহাজারীতে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার  ফরহাদাবাদের বংশালে বন্যা কবলিত ভাইকে দেখতে গিয়ে বোনের মৃত্যু ফরহাদাবাদে মধ্যে রাতে বন্যার পানি ঘরে: মালামাল বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবক নিহত হাটহাজারীতে নির্মাণাধীন ভবনে পড়েছিল ব্যবসায়ীর লাশ বীর মুক্তিযোদ্ধা এলএমজি মাহাবুর ইন্তেকাল  নরমাল ডেলিভারিতে ৮ নবজাতকের জন্ম হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার থেকেই হাটহাজারী মডেল থানার পুলিশি কার্যক্রম শুরু: ওসি মনিরুজ্জামান 
দূষণরোধের লক্ষ্যে হালদা নদী পরিদর্শন 

দূষণরোধের লক্ষ্যে হালদা নদী পরিদর্শন 

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হলদা নদী ও কর্ণফুলী নদী দূষণের উৎস সমুহ চিহ্নিতকরণের লক্ষ্যে নদীর বিভিন্ন অংশ পরিদর্শন করেছেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন সহ অন্যান্যরা।

সোমবার (১ জুলাই) তারা হলদা নদীর বামিয়া খাল, কৃষ্ণখাল ,নোয়াখালী খাল, খন্দকিয়া খাল, ধুপপোল, গোলাপের দোকান, টেকবাজার, এবারকেয়ার, মদুনাঘাট অনন্যা আবাসিক, হালদা নদীর ঐতিহ্য বিভিন্ন শাখা প্রশাখা পরিদর্শন করেন।

এসময় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, রাউজান উপজেলা ইউএনও অংগ্যজাই মারমা, হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক ময়েদুজ্জামান, শিকারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আবদুল খালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নেয়াজ মোর্শেদ উপস্থিত ছিলেন।

জানা যায়, এক সপ্তাহর ব্যবধানে হালদা নদীতে পাঁচটি মৃত মা মাছ ও একটি মৃত ডলফিন ভেসে উঠে।  বিশেষজ্ঞরা এজন্য হালদা নদী দূষণ কে দায়ী করেন।  এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে নদী দূষণের উৎস সমুহ চিহ্নিতকরণের লক্ষ্যে গত ২৩ জুন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর দপ্তর কর্তৃক পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) স্বাক্ষরিত অফিস আদেশে ২৩ জুন থেকে ১৫ দিনের মধ্যে পরিদর্শন প্রতিবেদন, হালদা ও কর্ণফুলী নদীর পানি দূষণের উৎসসমূহ চিহ্নিতকরণ ও মতামত অত্র কার্যালয়ে জমা দিতে বলা হয়।

তদন্ত কমিটির শীর্ষস্থানে থাকা পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন গণমাধ্যমকে জানান, ১৫ তারিখ পর্যন্ত সময় দেয়া হয়েছে। আগামী এক সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যে তদন্ত সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান সোমবার রাতে জানান, হালদা ও কর্ণফুলী দূষণের উৎস খুঁজে বের করতে গঠিত তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ServerNeed.com