নিজস্ব প্রতিবেদক: হাটহাজারী থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ দেলোয়ার হোসেন প্রকাশ মানিক’কে দীর্ঘ ২০ বছর পর গ্রেফতার করেছে র্যাব-৭।
গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার বলেন, গত ২০০৪ সালে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় মারাত্মক অস্ত্রশস্রে সজ্জিত হয়ে ডাকাতিকালে একজনকে নৃশংসভাবে হত্যা করে। উক্ত ডাকাতি ও হত্যাকান্ডের ঘটনায় চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৫(০৮)০৪; জিআর নং-৬৯১/০৫।
মামলা রুজু হওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করেন। উক্ত প্রতিবেদনের প্রেক্ষিতে বিচার কার্যক্রম চলাকালে বিজ্ঞ আদালত আসামি মোঃ দেলোয়ার হোসেন প্রকাশ মানিক এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
এরই প্রেক্ষিতে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ফতেপুর আলাওল পাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৮ জানুয়ারী অভিযান পরিচালনা করে আসামি মোঃ দেলোয়ার হোসেন প্রকাশ মানিক (৩৬), পিতা-আহম্মেদুর রহমান, সাং-ফতেপুর, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২০ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।