নিজস্ব প্রতিবেদক:
হত্যাসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আব্বাস হায়দার @ইমন’কে ১৫ বছর পর গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
মঙ্গলবার (২০ জুন) বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার বলেন, গোপন সূত্রে জানতে পারে যে, কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার মামলা নং-১৩ (০৫)০৭, ধারা ৩৯৬ পেনাল কোড এর মূলে যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ আব্বাস হায়দার @ইমন আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর চান্দগাও থানাধীন মুরাদপুর এলাকায় আত্মগোপন করে রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল অদ্য ২০ জুন ২০২৩ ইং তারিখে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী আব্বাস হায়দার @ইমন (৪২), পিতা-মৃত ফিরোজ আহমেদ, সাং-উত্তর ধুরং, থানা-কুতুবদিয়া, জেলা- কক্সবাজা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবরর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরে বর্ণিত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৫ বছর যাবৎ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন পরিচয়ে আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।