নিজস্ব প্রতিবেদকঃ
অবহেলিত মনাই ত্রিপুরা পাড়ায় এর আগে কোন শিক্ষার্থী প্রাথমিক গন্ডি পেরিয়ে যেতে পারেনি। যাদের অর্থনৈতিক সংকটই শিক্ষা ব্যবস্থার প্রধান বাঁধা হিসেবে দন্ডায়মান ছিল। সে আলোকিত হাটহাজারীর মনাই ত্রিপুরা পাড়ায় এই প্রথম প্রাথমিক গন্ডি পেরিয়ে এসএসসি পরীক্ষায় পাশ করেন ফুলচান ত্রিপুরা।
ফুলচান ত্রিপুরা হাটহাজারী নিউজ কে বলেন, পরিবারের অভাব অনটনের কারণে কখনো দিনমজুর আবার কখনো বিভিন্ন জায়গায় চাকরি করতে হয়েছে। এ কারণে মনে করেছি হয়তো এবার এসএসসি পরীক্ষা দিতে পারব না। মনে খুব দুঃখ নিয়ে আছি কি চাকরি ছেড়ে পরীক্ষা দেব? কিন্তু ঠিকই সব প্রতিকূলতা ডিঙিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিলাম এবং আমিই প্রথম মনাই ত্রিপুরা পাড়ায় এসএসসি পাশ করেছি।
তবে অভাব অনটনের কারণে কোন গাইড বই পর্যন্ত কিনতে পারিনি। তারপরও মনোবল ছিলো অনড়। তাই এসএসসি পরীক্ষায় পাশ করতে পেরেছি। আর্থিক অভাব অনটনের কারণে আমাদের ত্রিপুরা পাড়ার ছেলে মেয়েরা প্রাথমিক গন্ডি পেরিয়ে যেতে পারে না। আগে পাহাড়ে জুম চাষ আর লাকড়ি বিক্রি করেই সংসার খরচ চলছে। এখন সব পাহাড়েই বনায়ন করে দেয়ায় জুম চাষ আর লাকড়ি সংগ্রহ করা যায় না। তাই বাধ্য হয়ে দিনমজুর করাই আমাদের প্রধান কাজ।
সর্বশেষ আমার চাওয়া উপজেলা প্রশাসনের কাছে কোন একটি চাকরি। তাহলেই আমিও আমার পরিবার চির কৃতজ্ঞ থাকব।