নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারীর ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নে করোনার গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৯ট থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে দিনব্যাপী।
সরজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের বটতলী ও মধ্য মাদার্শা রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২টি কেন্দ্রে সু-শৃঙ্খল টিকা গ্রহণ করছে মানুষ। বাড়ির কাছে করোনার টিকা পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান টিকা গ্রহণকারীরা। এসময় এলাকার জনগণ হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মীদের টিকা প্রদান করতে সহযোগীতা করেন।
সকাল থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচিতে এখনও পর্যন্ত কোনও ধরণে বিশৃঙ্খলা দেখা যায়নি, এলাকার জনপ্রতিনিধিদের সহযোগীতায় সারিবদ্ধ হয়ে সু-শৃঙ্খল টিকা গ্রহণ করছে মানুষ। ২টি কেন্দ্রে মোট ৫০০ করে ১ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা দিচ্ছি, ১৮ বছরের উর্ধ্বে সকল নাগরিককে এ টিকা দেওয়া হবে। যাদের আইডি কার্ড নাই তারা জন্ম নিবন্ধন দিয়ে টিকা গ্রহণ করতে পারবেন ।
উপস্থিত ছিলেন, ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সরওয়ার চৌধুরী, ইউপি মেম্বার মোহাম্মদ মোজাম্মেল, ইউপি মেম্বার মোহাম্মদ রাশেদ, ইউপি মেম্বার মোহাম্মদ মঞ্জু, নুরুল আলম মেম্বার, নাছের মেম্বার, কে.এম মোস্তফা কামাল, ইদ্রিস সাওদাগর, ইব্রাহিম ইরফান প্রমূখ।
এসময় ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সরওয়ার চৌধুরী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।