নিজস্ব প্রতিবেদক: অবৈধপন্থায় মাটি কেটে কৃষি জমির উর্বরতা নষ্ট করার বিরুদ্ধে নিয়মিত অভিযানে অংশ হিসেবে আবারো অভিযান পরিচালনা করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
শুক্রবার(২১ মার্চ)দিবাগত রাত দেড়টার দিকে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৪নং ওয়ার্ড শিকদারপাড়ায় অভিযান চালিয়ে এস্কেভেটর জব্দ করে।
অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় জড়িত মো নাজিম উদ্দিন ওয়াসিম নামের এক ব্যক্তিকে মাটি ও বালু মহল আইনে ১ লক্ষ টাকা জরিমানা করেন।
হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমিন বলেন, গোপন সূত্রে মাটি কাটার সংবাদ পেয়ে গভীর রাতেই এই অভিযান পরিচালনা করে জড়িত ব্যক্তিকে জরিমানা করা হয়। জনস্বার্থে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।