নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের দক্ষিণ মতলব বাজারে নিয়মিত বাজার মনিটরিং করার সময় বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা মূল্য মুছে ফেলে বিক্রি করার উদ্দেশ্যে দোকানে সাজিয়ে রাখায় একটি মুদি দোকানের ৫৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
শনিবার (৫ মার্চ) বাজার মনিটরিং করার সময় জব্দকৃত সয়াবিন তেল স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা মূল্য মুছে ফেলে বিক্রি করার উদ্দেশ্যে দোকানে সাজিয়ে রাখায় একটি মুদি দোকানের ৫৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
[caption id="attachment_883" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫টি দোকানকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
[caption id="attachment_882" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা প্রদান করেন থানা পুলিশের সদস্যবৃন্দ। ভোক্তাদের অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।