লিখেছেন, তসলিমা নাসরিন:
ওদের অস্ত্র আছে, তাই যুদ্ধে নেমেছে।
ওরা ধ্বংস ভালোবাসে, তাই যুদ্ধে নেমেছে।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তুমি আমি চলো চুম্বন করি ঠোঁটে,
চলো মধ্যম আঙুল দেখাই যুদ্ধবাজদের।
চুম্বনে সিক্ত হয়ে চলো তুমি আমি এক একটি দেশ হয়ে উঠি,
তোমার নাম আজ থেকে রাশিয়া, আমি ইউক্রেন,
তুমি যদি নিকারাগুয়া, কিউবা, এল সালভাদর, আমি আমেরিকা,
আমি আজ ইসরায়েল, তুমি ফিলিস্তিন,
আমি ভারত, তুমি চীন।
চলো চুম্বন করি, আর মধ্যম আঙুল তুলে ধরি নৃশংসতা আর ধ্বংসস্তূপের দিকে।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
যত অস্ত্র আছে জগতে, যত পারমাণবিক বোমা, সব জড়ো করে
একটি গভীর চুম্বনের সামনে দাঁড় করাতে পারবে না,
হেরে যাবে।
ভয়াবহ কোনও মারণাস্ত্রই একটি সাদামাটা চুম্বনের চেয়ে শক্তিশালী নয়।
[caption id="attachment_883" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
চলো চুম্বন করি,
চলো পরস্পরকে স্পর্শ করি ভালোবেসে।
সন্তান জন্ম নিক আমাদের। সে সন্তানের নাম হোক : পৃথিবী।
(তসলিমা নাসরিনের ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত)