নিজস্ব প্রতিবেদক:
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ জহুর আলম সিজান, হাবিব উল্লাহ নামে দুই জনকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
বিজ্ঞাপন
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ৪২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জহুর আলম সিজান, হাবিব উল্লাহদ্বয়কে আটক করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন উৎস থেকে কমদামে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করে।