নিজস্ব প্রতিবেদক:
মহানগরীর বায়েজিদ বোস্তামী অক্সিজেন বঙ্গবন্ধু রোডস্হ অরবিট স্কুল এন্ড কলেজের বিপরীত পাশে ওয়ালটন শো-রুম ও রৌফাবাদ হোসেন শাহ মার্কেটের এম,এ ট্রেডাস এর সামনে এবং কোতোয়ালী থানাধীন লালদিঘী মাঠ সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৭০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করে ডিবি পুলিশ।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ কায়সার হামিদ,মোহাম্মদ কেপায়েত উল্লাহ পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলঃ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী অক্সিজেন বঙ্গবন্ধু রোডস্হ অরবিট স্কুল এন্ড কলেজের বিপরীত পাশে ওয়ালটন শো-রুমের সামনে পাকা রাস্তার হইতে ধৃত আসামি মোঃ হোসেন আল মামুন (২৪) পিতা- লোকমান হোসেন, মাতা- নূর বেগম সাং- ডাউরি বাজার ,থানা – লাল মোহন জেলাঃ ভোলা , বর্তমানেঃ আশেকান আউলিয়া ডিগ্রী কলেজের পাশে ৩নং ওয়ার্ড, থানা – বায়েজিদ জেলাঃ চট্রগ্রামকে ১০০০ (এক হাজার পিস) ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত আসামী বিভিন্ন এলাকা হতে কম দামে ইয়াবা ক্রয় করিয়া বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
ঘটনা সংক্রান্তে সিএমপি বায়েজিদ থানার মামলা নং ৩৪ তারিখ- ২৭/০২/২০২৩ ধারা- মাদকদ্রব্য নিয়ন্রন আইন ২০১৮ ইং এর ৩৬(১) সারনী ১০(ক) মামলা রুজু হয় ।
অন্য দিকে, আরেক অভিযানে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ হোসেন শাহ মার্কেটের এম,এ ট্রেডাস এর সামনে রাস্তার উপর হতে মোঃ খাইরুল আমিন (৩৩) কে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী কক্সবাজার জেলা হতে কম মূল্যে ইয়াবা ক্রয় করে বেশি মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
এ সংক্রান্তে সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন ।
ডিবি পুলিশের পৃথক অভিযানে কোতোয়ালী থানাধীন লালদিঘী মাঠ সংলগ্ন জনৈক মোঃ লিটনের চায়ের টং দোকানের সামনে পাকা রাস্তার উপর উদ্ধারপূর্বক জব্দকৃত আলামত মাদকদ্রব্য ১১০০ (একহাজার একশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুল্লাহ (২৫) কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, সিডিএমএস যাচাই করিয়া উপরোক্ত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার ,এফআইআর নং-১, তারখি-০১/০৯/২০২২; ধারা- ৩৬(১) সারণরি ১০(খ)/৪১ মাদকদ্রব্য নয়িন্ত্রণ আইন, ২০১৮তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামী উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকা হইতে কম দামে ক্রয় করিয়া বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখেছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়। ঘটনা সংক্রান্তে সিএমপি এর কোতোয়ালী থানার মামলা নং-৩৯, তাং-২৫/০২/২০২২খ্রিঃ মূলে রুজু করা হইয়াছে।