নিজস্ব প্রতিবেদক:
নগরীর হালিশহর থানাধীন ঈদগাহ কাঁচা রাস্তার মোড় ও পতেঙ্গা থানাধীন নাজির পাড়া এলাকা থেকে ৩১০০ পিস ইয়াবা এবং ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ।
বুধবার (১৫ ফেব্রুয়ারী) নগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান ও মোহাম্মদ আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর হালিশহর থানাধীন ঈদগাহ কাঁচা রাস্তার মোড় থেকে ২১০০ পিস ইয়াবাসহ মোঃ আবুল বশর লালা ও মোঃ রফিককে গ্রেফতার করা হয়।
[caption id="attachment_7240" align="alignnone" width="300"] আটককৃত দুই ইয়াবা ব্যবসায়ী[/caption]
গ্রেফতারকৃত ব্যক্তিরা জব্দকৃত ইয়াবা ট্যাবলেট গুলো কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন কালামার ছড়া এলাকার বিভিন্ন উৎস থেকে কম দামে সংগ্রহ করে কৌশলে চট্টগ্রাম শহরে এনে চট্টগ্রাম শহরের স্থানীয় মাদক ব্যবসায়ীদের নিকট বেশি দামে বিক্রয় করে থাকে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
অন্য দিকে আরেকটি অভিযানের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন নাজির পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ আরমান খান ও আজাদ হোসেনকে ১০০০ পিস ইয়াবা ও ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা কক্সবাজার ও ফেনী থেকে ইয়াবা ও গাঁজা কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।