নিজস্ব প্রতিবেদক:
নগরীর কোতোয়ালী থানাধীন আট মার্চিং মোড়ে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ২টি স্টিলের টিপ ছোরাসহ মোঃ সজীব ও মোঃ সাগরকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
মঙ্গলবার (২০ জুন) বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর কোতোয়ালী থানাধীন আট মার্চিং মোড়ে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ২টি স্টিলের টিপ ছোরাসহ মোঃ সজীব ও মোঃ সাগরকে গ্রেফতার করেন।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।