নিজস্ব প্রতিবেদক:
নগরীর সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরী রোড থেকে ডাকাতির প্রস্তুতিকালে, প্রাইভেট কার, অবৈধ আগ্নেয়াস্ত্র, কার্তুজ, টিপছোরা ও হ্যান্ডকাপসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
বিজ্ঞাপন
আটককৃতরা হলেন, মোঃ রবিউল ইসলাম প্রকাশ সুমন আহম্মেদ, মোঃ রাশেদুজ্জামান রাশেদ, মোঃ ইসমাইল হোসেন সোহাগ, মিরাজ হোসেন বাবু।
বিজ্ঞাপন
সদরঘাট থানার এসআই রনি তালুকাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরী রোডে অভিযান পরিচালনা করে মোঃ রবিউল ইসলাম প্রঃ মোঃ সুমন আহম্মেদ, মোঃ রাশেদুজ্জামান রাশেদ, মোঃ ইসমাইল হোসেন সোহাগ, মিরাজ হোসেন বাবুদেরকে ডাকাতির প্রস্তুতিকালে ১টি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, ১ জোড়া হ্যান্ডক্যাপ, ১টি টিপছোরা এবং একটি প্রাইভেট কারসহ আটক করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।