হাটহাজারী নিউজ ডেস্ক:
মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার উত্তরা বাসস্ট্যান্ডের ভিতর ডাকাতির প্রস্তুতিকালে ২টি চাপাতি, ২টি ছোরা, ১টি সিগনাল লাইট ও ৩টি মোবাইলসহ ৫ ডাকাতকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।
[caption id="attachment_6044" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
রবিবার (১১ ডিসেম্বর) মধ্যরাত সাড়ে ৩টার দিকে তাদের কে আটক করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
আটককৃত ডাকাতরা হলেন, রিফাত হোসেন (২০), সম্রাট (২২), সাফায়েত হোসেন (২২), মেহেদী হাসান কামরুল (২০), আবির হোসেন (২০)।
[caption id="attachment_6046" align="alignnone" width="232"] বিজ্ঞাপন[/caption]
জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, বারইয়ারহাট পৌরসভার উত্তরা বাসস্ট্যান্ডের ভিতর ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি চাপাতি, ২টি ছোরা, ১টি সিগনাল লাইট ও ৩টি মোবাইলসহ ৫ ডাকাতকে আটক করা হয়।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় পালিয়ে যাওয়া তিন ডাকাত সাকিল ওরফে গালপোড়া সাকিল (২২), হৃদয় (২৫), রানা (২০)। তাদের কে আটক করার অভিযান চলছে বলে জানান পুলিশ।