নিজস্ব প্রতিবেদক:
টিপ ছোরা দিয়ে ছুরিকাঘাতে করে মোবাইল ও টাকা ছিনতাই করা এক ছিনতাইকারী ও ছিনতাইকাজে ব্যবহৃত ছোরাসহ আটক করে পুলিশ।
শনিবার (৪ ফেব্রুয়ারী) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এ সময় মোবাইলফোন ও ছিনতাইকাজে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর বলেন, জনৈক আইয়ুব আলী জাপান টোবাকোতে কর্মরত আছেন। তিনি গত ৪ ফেব্রুয়ারী কাজীর দেউরি অফিস থেকে মালামাল ডেলিভারির উদ্দেশ্যে পায়ে হেঁটে কদমতলী যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। পথে সিআরবি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে ২ জন ছিনতাইকারী তার পথরোধ করে সাথে থাকা মোবাইল ফোন, নগদ অর্থ এবং মালামালের ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। ছিনতাই কাজে বাধা প্রদানের কারণে ছিনতাইকারীরা আইয়ুব আলীর মাথায় এবং পায়ে ধারালো টিপ ছোরা দিয়ে কাঁটা রক্তাক্ত জখম করে নগদ ১২০০ টাকা এবং ব্যবহৃত মোবাইল ফোন POCO M3 ছিনিয়ে নেয়।
এ বিষয়ে বাদী চিকিৎসা গ্রহণ করে থানায় এসে এজাহার দায়ের করেন। মামলার প্রেক্ষিতে সিএমপির কোতোয়ালী থানার একটি আভিযানিক দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত মোবাইল ফোন এবং ছিনতাইকাজে ব্যবহৃত ছোরাসহ নগরীর সিআরবি এলাকা থেকে আবুল হাসেম হাসানকে আটক করেন।