প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১২, ২০২২, ৯:১৬ পি.এম
টিএসটিতে কাওয়ালি কনসার্টে হামলা ও মঞ্চ ভাঙচুর

হাটহাজারী নিউজ ডেস্ক:
টিএসটিতে কাওয়ালি কনসার্টে হামলা,মঞ্চ ভাঙচুর ও দর্শনার্থীদের পেটানোর অভিযোগ উঠেছে দূর্বৃত্তদের বিরুদ্ধে।
বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত কাওয়ালি কনসার্টে হামলার ঘটনা ঘটেছে।
এদিকে, হামলার প্রতিবাদে ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা।তারা ক্যাম্পাসে এই হামলার প্রতিবাদ ও হামলার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।
ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী বলেন, আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য, একটা গণতান্ত্রিক স্থান সেই জায়গায় যেমন করে হামলা হলো, একটা প্রোগ্রামকে বাঞ্ছাল করা হলো, সেটা সত্যিকার অর্থেই আমাদের আশঙ্কার কারণ।
হামলার পর ঘটনাস্থল পরিদর্শনে এসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, এ ঘটনায় আমি মর্মাহত হয়েছি। আয়োজকদের করোনা সংক্রমণ বাড়ার কারণে এটা পিছিয়ে দিতে বলেছিলাম।তারা আমাদের অনুরোধ রাখেনি। আর যারা হামলা করেছে তাদের বিষয়ে তদন্ত করা হবে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে
Copyright © 2025 Hathazarinews.com. All rights reserved.