নিজস্ব প্রতিবেদকঃ
অবৈধ, অনুমোদনহীন এবং ঝুকিপূর্ণভাবে ভাম্যমান সিএনজি স্টেশন করার লক্ষ্যে অরক্ষিতভাবে কাভার্ডভ্যানে মিথেন গ্যাস পাচারকালে দুইজন র্যাবের হাতে আটক।
গ্যাস ভর্তি সিলিন্ডার
শনিবার (১৫ জানুয়ারী) দুপুরের দুইজনকে আটক করা হয়।
র্যাব ৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।