নিজস্ব প্রতিবেদক:
নগরীর চান্দগাঁও থানাধীন বাস টার্মিনাল সংলগ্ন পেট্টোল পাম্পের তিনতলা বিল্ডিংয়ের ২য় তলার কর্নার রুমে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জামসহ ১৯ জুয়াড়ি ধরলেন ডিবি পুলিশ।
মঙ্গলবার (২৮ মার্চ) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ১। মনসুর মিয়া (২৫), ২। মোঃ শাহিন (৩২), ৩। বাহাদুর আলম জুয়েল (৩২), ৪। মোঃ কামাল হোসেন (৪৪), ৫। মোঃ রমজান আলী (৩৮), ৬। মোঃ আব্দুল গফুর (৪০), ৭। মোঃ ছগির (৩৬), ৮। খোরশেদ আলম (৩৮), ৯। মোঃ ইউনুস (৫৫), ১০। হারুনুর রশিদ রুবেল (৩২), ১১। মোঃ শাহজাহান (৪২), ১২। মোঃ যুবায়ের হোসেন (২৭), ১৩। মোঃ জামালউদ্দিন প্রকাশ মানিক (৩৬), ১৪। সরোয়ার কামাল ( ৩৮), ১৫। মোঃ কোরবান আলী (৩২), ১৬। নাজিম উদ্দিন (৪৬), ১৭। মোঃ ফারুক (২২), ১৮। নাজিম উদ্দিন (২৯) এবং ১৯। জাবেদ (৩২)
মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানাধীন বাস টার্মিনাল সংলগ্ন পেট্টোল পাম্পের তিনতলা বিল্ডিংয়ের ২য় তলার কর্নার রুমে অভিযান পরিচালনা করে ১৯ জন জুয়াড়িকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে উক্ত ঘটনা সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।