নিজস্ব প্রতিবেদক:
নগরীর খুলশী থানাধীন জিইসি মোড় থেকে ২২০০ পিস ইয়াবাসহ নুরুল আবছার এবং শামীম নামে দুই জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
[caption id="attachment_5689" align="alignnone" width="300"] হাটহাজারী নিউজ[/caption]
গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর খুলশী থানাধীন জিইসি মোড় থেকে ২২০০ পিস ইয়াবাসহ মোঃ নুরুল আবসার এবং মোঃ শামীম দ্বয়কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যাক্তিদ্বয় কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে পরস্পর যোগসাজশে চট্রগ্রাম শহরে বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট বিক্রি করে থাকে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।