নিজস্ব প্রতিবেদক:
জেল হত্যা দিবসে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম বলেছেন, এ হত্যাকান্ডের খলনায়কদের শরীরে মানুষের রক্ত ছিলনা,তারা মানুষ নামের কলংক।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকাল বেলায় দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, ১৯৭৫ এর ৩ নভেম্বর কারাভ্যন্তরে জাতীয় চার নেতা হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম মানবতা বিরোধী হত্যাকান্ড,যা পৃথিবীর ইতিহাসে বিরল।
প্রধান আলোচকের বক্তব্যে সাধারন সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান বলেন,৭৫ এর ১৫ আগষ্ট আর ৩ নভেম্বরের হত্যাকান্ড একই সুত্রে গাঁথা, সময়ের প্রেক্ষাপটে খুনীরা আজ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সহ সভাপতি মো আবুল কালাম আজাদ, নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ রাশেদ, আবুল কাশেম চিশতি, যুগ্ম সাধারন সম্পাদক দেবাশীষ পালিত, সাংগঠনিক সম্পাদক নজরল ইসলাম তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী,প্রচার সম্পাদক প্রদীপ চক্রবত্তী,যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন
তালুকদার,শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু,উপ দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ,ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, ফোরকান উদ্দিন আহমেদ,মহিউদ্দিন আহমেদ মঞ্জু,মো সেলিম উদ্দিন, গোলাম রব্বানী,ডা নুর উদ্দিন জাহেদ,উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী দিলোয়ারা ইউসুফ, সাধারন সম্পাদিকা এড বাসন্তি প্রভা পালিত, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,যুব মহিলা লীগ আহবায়িকা রওশন আরা রত্না, মৎস্যজীবি লীগের হারুন অর রশীদ, উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু প্রমুখ।