নিজস্ব প্রতিবেদক: হাটহাজারীতে জমে উঠেছে ঈদ বাজার। উপজেলার মার্কেট ও শপিংমলগুলোতে দুপুরের পর উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে পণ্যসামগ্রীর দাম আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ক্রেতারা।
হাটহাজারী উপজেলার কাটিরহাট, সরকারহাট, হাটহাজারী পৌরসভার কাচারি রোড়ে দিদার মার্কেট, সুপার সিটি, এন জহুর, আমীর এরশাদ প্লাজা, আলী মমতাজ, বাসস্ট্যান্ডে সিদ্দিক মার্কেট, উপজেলা পরিষদ মার্কেট, চৌধুরীহাট, আমান বাজার, নজুমিয়ারহাট, বুড়িশ্বর, কুয়াইশ এলাকার মার্কেট ঘুরে দেখা গেছে, রমজানের শুরুর পর থেকে ক্রেতাদের উপস্থিতি কম থাকলেও বর্তমানে তা বেড়েছে। নিজেদের পছন্দের জামা-কাপড়, জুতা নিতে বিভিন্ন দোকানে ভিড় করছেন ক্রেতারা। তবে দাম বেশি হওয়ায় একাধিকবার মার্কেটে এসেও নিজের পছন্দের শপিং করতে পারেননি অনেকে। তারপরও নিজের পছন্দের পণ্য ঈদের আগে কিনবেন বলে জানান ক্রেতারা।
উপজেলার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, প্রতিটি বিপণিবিতানে কেনাকাটার ধুম পড়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে সরগরম প্রতিটি জামা-কাপড়ের দোকান। বেচাকেনা জমে ওঠায় খুশি বিক্রেতারাও। নতুন জামা-কাপড় ও জুতার পাশাপাশি কসমেটিকস্ দোকানগুলোতেও ভিড় দেখা গেছে। তবে সব পণ্যের দামই দোকানিরা অনেক বেশি নিচ্ছেন– এমন অভিযোগ ক্রেতাদের। গ্রাহকদের আকৃষ্ট করতে বিভিন্ন দোকানে দেওয়া হয়েছে নির্দিষ্ট মূল্যের অফার।