হাটহাজারী নিউজ ডেস্ক:
কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে মা-ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ এপ্রিল) রাতে রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।এ নিয়ে এ ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শিকলবাহা ইউনিয়নের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. মোসলেম (৩৮) এবং একই ইউনিয়নের দ্বীপকালার মোড়ল এলাকার জামাল আহমদের স্ত্রী মনোয়ারা বেগম (৪২)।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার দক্ষিণখান এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে চেষ্টা অব্যাহত আছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার ২৫ এপ্রিল দুপুরে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে মা-ছেলে খুন হয়েছে।
নিহতরা হলেন: হোসনে আরা বেগম (৪৭) ও মো: পারভেজ (৩১)।
নিহত হোসনে আরা বেগম
এ ঘটনায় ঐ পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মো. তৈয়ব ও মো. আলীর পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যা এ নিয়ে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলীর পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তৈয়বের পরিবারের লোকজনের ওপর হামলা চালান। এতে তৈয়বের স্ত্রী হোসনে আরা বেগম ও তার ছেলে মো. পারভেজ গুরুতর আহত হন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।