হাটহাজারী নিউজ ডেস্ক:
চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভাস্থ ৩নং ওয়ার্ড ফুলতলায় ছোট ভাই আব্দুল বায়েজের ছুরিকাঘাতে বড় ভাই মুছা খুন হয়েছে।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
শুক্রবার (৩০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, টাকার বিষয় নিয়ে দুই ভাই মুছা ও আবদুল বায়েজের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই আব্দুল বায়েজ বড় ভাই মুছাকে ছুরিকাঘাত করে। পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত স্থানীয় দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুছাকে মৃত ঘোষণা করেন।
[caption id="attachment_6044" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন গণমাধ্যম কে জানান, ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই খুন হয়। এমন খবর পেয়ে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।