নিজস্ব প্রতিবেদক:
নগরীর পতেঙ্গা মডেল থানাধীন দক্ষিন এসএপিএল পার্কিং থেকে ২০০ মিটার উত্তরে আউটার রিং রোডের পূর্ব পার্শ্বে ছোরার ভয়ভীতি দেখিয়ে আয়াতুল্লাহ নামের এক যুবকের নিকট থেকে ১টি এন্ড্রোয়েড মোবাইল সেট ছিনিয়ে নেয়ার দায়ে মানিক ও রিয়াদ নামে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশ।
গত রবিবার (১৮ জুন) বিশেষ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করা হয়।
পতেঙ্গা মডেল থানার ওসি বলেন, এসএপিএল পার্কিং থেকে ২০০ মিটার উত্তরে আউটার রিং রোডের পূর্ব পার্শ্বে ছোরার ভয়ভীতি দেখিয়ে আয়াতুল্লাহ নামের এক যুবকের নিকট থেকে ১টি এন্ড্রোয়েড মোবাইল সেট ছিনিয়ে নেয়ার পরবর্তীতে আয়াতুল্লাহ বাদি হয়ে থানায় একটি অভিযোগ দাখিল করেন। এরপর পুলিশের আভিযানিক দল অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত মোবাইল ও ২টি ছোরাসহ মোঃ মানিক ও মোঃ রিয়াদকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানার মামলা নং -১৫, তারিখ-১৯-০৬-২৩ খ্রিঃ, রুজু হয়।