নিজস্ব প্রতিবেদক:
রাংগুনিয়া উপজেলায় ধোপাঘাট, পূর্ব কোদালা, দক্ষিণ রাংগুনিয়ায় ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিত অবৈধ ড্রাম চিমনী ব্যবহার করে কাঠ পুড়িয়ে ইট উৎপাদন করে পরিবেশের ক্ষতিসাধন করায় ৩ ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয় এ মামলা দায়ের করেন।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক ফেরদৌস আনোয়ার বলেন, রাংগুনিয়া উপজেলায় ধোপাঘাট, পূর্ব কোদালা, দক্ষিণ রাংগুনিয়া নামক স্থানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিত অবৈধ ড্রাম চিমনী ব্যবহারের মাধ্যমে কাঠ পুড়িয়ে ইট উৎপাদন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় ইটভাটার ৩ জন মালিকের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক মামলা দায়ের করা হয়।
তিনি আরও বলেন, অবৈধ ইটভাটা পরিচালনাকরীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও এনফোর্সমেন্ট অব্যাহত থাকবে।