নিজস্ব প্রতিবেদক:
ছদ্মবেশে দীর্ঘ ২০ বছর আত্মগোপনে থেকেও শেষে রক্ষা হয়নি অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুর বাদশা প্রকাশ ননা মিয়া’কে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেফতার করেছে র্যাব-৭।
শনিবার (৮ জুলাই) বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার বলেন, বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মামলা নং-০৩(০৬)২০০৩ ; ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)(এফ) এর ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুর বাদশা @ ননা মিয়া গ্রেফতার এড়ানোর লক্ষে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন প্রত্যাশা আবাসিক এলাকায় আত্মগোপনে রয়েছে।
উক্ত সংবাদের ভিত্তিতে শনিবার ৮ জুলাই র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামী নুর বাদশা @ ননা মিয়া, পিতা- অলি আহমদ, সাং-বেতুয়ারখীল, থানা- ফটিকছড়ি, জেলা- চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২০ বছর যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামী সক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।