নিজস্ব প্রতিবেদক:
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ ) বিভাগের অভিযানে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, একটি কভার্ডভ্যান এবং উদ্ধারকৃত চোরাই ২৫০ বস্তা পোল্ট্রি ফিডসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩ নভেম্বর) চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ নুর নবী সোহেল, মোঃ সাজাহান, মোঃসজিব, মোঃ আশরাফুল ইসলাম, বাচা মিয়া এবং মোঃ সোহাদ।
বিজ্ঞাপন
মহানগর গোয়েন্দা ( উত্তর ও দক্ষিণ ) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে বিশেষ কায়দায় কভার্ডভ্যান এর দরজার লক খুলে কভার্ডভ্যান থেকে পিকআপ যোগে পোল্ট্রি ফিড চুরি করার সময় চোর চক্রের সদস্য মোঃ নুর নবী সোহেল, মোঃ সাজাহান, মোঃসজিব, মোঃ আশরাফুল ইসলাম, বাচা মিয়া এবং মোঃ সোহাদেরকে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত থেকে একটি কভার্ডভ্যান, একটি পিকআপ সহ সর্বমোট ২৫০ বস্তা চোরাই পোল্ট্রি ফিড উদ্ধার করা হয়।