নিজস্ব প্রতিবেদক:
মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের অভিযানে ৩টি চোরাই মোবাইল, মোবাইলের আইএমইআই পরিবর্তনের ডিভাইজ, একটি সিপিও মনিটরসহ গ্রেফতার ৩ জন ।
[caption id="attachment_6044" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
গত শনিবার (১১ ডিসেম্বর) অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
মহানগর গোয়েন্দা ( পশ্চিম) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন আমতল রিয়াজ উদ্দিন বাজার সিডিএ মার্কেটে অভিযান পরিচালনা করে সজিব দাশ, মোঃ মিজানুর রহমান মিরাজ ও লোকমান উদ্দিনদেরকে ৩টি চোরাই মোবাইল, মোবাইলের আইএমইআই পরিবর্তনের ডিভাইজ, একটি সিপিও মনিটরসহ গ্রেফতার করেন।