নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
ধলইয়ে মালামাল ও গাড়িসহ প্রতারক ধরলো পুলিশ হাটহাজারীতে পাইপ ফিটারের কাজ করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু হাটহাজারীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার: গুরুতর আহত ৩ হাটহাজারীতে দেশী অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার  জাল সনদ তৈরীর দায়ে দোকান মালিকের জেল ধলইয়ের শান্তিরহাট ইটভাটা গুড়িয়ে দিলো এসিল্যান্ড মেখল ইউনিয়নে অগ্নিকান্ডে পুড়ে ছাই ৩ দোকান চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা মহড়া কৃষকের হাট” উদ্বোধন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কুয়াইশ রহমানিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
চোরাই মোটরসাইকেল হেফাজতে রাখার অভিযোগে আটক ৩: ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার!

চোরাই মোটরসাইকেল হেফাজতে রাখার অভিযোগে আটক ৩: ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার!

 

নিজস্ব প্রতিবেদক:

নগরীর চান্দগাঁও থানাধীন খাজা রোড সংলগ্ন খরমপাড়াস্থ খাতুন ভবন-২ ও কক্সবাজার জেলার রামু থানাধীন রাজারকুল ইউপি নাশিরকুলস্থ শিকলঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে  অভ্যাসগতভাবে চোরাই মোটর সাইকেল হেফাজতে রাখার অভিযোগে ৩ জনকে আটক করে পুলিশ।

গত মঙ্গলবার (১৭ জুলাই)  চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে রাখা ৬ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ মহিউদ্দিন, মোঃ কামাল উদ্দিন ও মোঃ জয়নাল আবেদীন প্রকাশ আবু।

চান্দগাঁও থানার ওসি খায়রুল ইসলাম বলেন, নগরীর চান্দগাঁও থানাধীন খাজা রোড সংলগ্ন খরমপাড়াস্থ খাতুন ভবন-২ এর সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ মহিউদ্দিনকে ০১টি চোরাই মোটর সাইকেলসহ আটক করেন।

পৃথক অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার রামু থানাধীন রাজারকুল ইউপি নাশিরকুলস্থ শিকলঘাট এলাকা থেকে মোঃ কামাল উদ্দিন ও মোঃ জয়নাল আবেদীন প্রঃ আবুকে আটক করেন এবং তাদের হেফাজত থেকে অভ্যাসগতভাবে ০৫টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেন।

উদ্ধারঃ ১। ০১টি WALTON PRIZEN মডেলের পুরাতন মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং-অস্পষ্ট, চ্যাসিস নং- অস্পষ্ট ও ঘষামাজা।
২। ০১ টি DISCOVER 100CC মডেলের পুরাতন মোটর সাইকেল, যাহার ইঞ্জিন ও চ্যাসিস নং- অস্পষ্ট ও ঘষামাজা।
৩। ০১ টি GLAMOUR 125 CC মডেলের পুরাতন মোটর সাইকেল, যাহার চ্যাসিস নং- PSIJAS09XHJH00755, ইঞ্জিন নং-7A06EJHGE02356।
৪। ০১ টি HORNET 160 R মডেলের পুরাতন মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- KC23-/-E16002786, চ্যাসিস নং-*TS05C2390JH102872*।
৫। ০১টি PULSAR 150 CC মডেলের পুরাতন মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- DHZWFH91363, চ্যাসিস নং-অস্পষ্ট ও ঘষামাজা।
৬। ০১টি PULSAR 160 CC মডেলের পুরাতন মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- PDXCPK56021, চ্যাসিস নং- MS2B54DXTCK83877।

তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে সিএমপি চান্দগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com