নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
বিয়ের জন্য কমিউনিটি সেন্টার ঠিক করেই ফেরার পথে বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু একদিনেই ধলই ইউনিয়নে দুই বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল ফরহাদাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার কে ঘর নির্মাণ করে দেয়া হবে: উপদেষ্টা ফারুক ই আজম হাটহাজারীতে আগুনে পুড়লো ৪ পরিবারের বসতঘর পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তীর পিএইচডি ডিগ্রি অর্জন হাটহাজারীতে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার  ফরহাদাবাদের বংশালে বন্যা কবলিত ভাইকে দেখতে গিয়ে বোনের মৃত্যু ফরহাদাবাদে মধ্যে রাতে বন্যার পানি ঘরে: মালামাল বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবক নিহত হাটহাজারীতে নির্মাণাধীন ভবনে পড়েছিল ব্যবসায়ীর লাশ বীর মুক্তিযোদ্ধা এলএমজি মাহাবুর ইন্তেকাল 
চিরনিদ্রায় শায়িত হলেন হাটহাজারী বড় মাদ্রাসা মুফতি নুর আহমদ

চিরনিদ্রায় শায়িত হলেন হাটহাজারী বড় মাদ্রাসা মুফতি নুর আহমদ

নিজস্ব প্রতিবেদক:

দারুল উলুম হাটহাজারী বড় মাদ্রাসার প্রধান মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতি নুর আহমদ সাহেব রহ. এর জানাজার নামাজ অনুষ্ঠিত।

শুক্রবার (৩১ মার্চ) বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে মাদ্রাসা ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

আল্লামা মুফতি নূর আহমদ (রহ.)এর স্বহস্থে লিখিত সংক্ষিপ্ত জীবনী:

নাম ও বংশ: অধম বান্দা নূর আহমদ বিন শেখ আব্দুস সামাদ বিন শেখ ইজ্জত আলী ৷

গ্রাম, চেছুরিয়া চৌধুরীপাড়া, থানা বাঁশখালী, জেলা, চট্টগ্রাম, বাংলাদেশ ৷

উল্লেখ্য, ①দরসদানের পাশাপাশি আল্লামা মুফতি নূর আহমদ দা.বা. দীর্ঘ চল্লিশ বছর দারুল ইকামার দায়িত্ব পালন করেছেন ৷
②২০১৬ইং সনে মজলিসে শুরার সর্বসম্মতিক্রমে মুফতি নূর আহমদ দা.বা.কে নাযেমে তালীমাত(শিক্ষা পরিচালক) পদে নিয়োগ দেওয়া হয় ৷
③মুফতি আযম সানী মুফতি আহমদুল হক রহ্ এর মৃত্যুর পরে প্রদান মুফতি হিসেবে মুফতি নূর আহমদ দা. বা. কে দায়িত্ব অর্পণ করা হয় ৷ আজ অবধি এই দায়িত্বে হযরত সমাচীন আছেন৷
④অসুস্থ হওয়ার আগ পর্যন্ত মুফতি নূর আহমদ দা.বা. উম্মুল মাদারিস হাটহাজারীর শুরা সদস্যের অন্যতম সদস্য ছিলেন ৷ )

আত্মশুদ্ধি, বায়আত, খেলাফত

সিলসিলায়ে শাইখুল হিন্দ মুজাদ্দীদে মিল্লাত মুফতিয়ে আযম মুফতি ফয়জুল্লাহ্ রহ্: থেকে এজাজত আছে ৷

সিলসিলায়ে থানভী থেকে শায়খুল হাদীস হযরত আব্দুল আযীয রহ্ থেকে এজাজত আছে ৷
সিলসিলায়ে জমিরিয়া রশিদিয়াতে জনাব মাও. সূফি মুহাম্মদ মিয়া চাটগামী রহ্. থেকে এজাজত আছে ৷

হযরত উস্তায মুহতারাম মুফতিয়ে আযম সানী মুফতি আহমদুল হক রহ্. থেকে বাইয়াত হতে চাইলে হুজুর রহ্. বলেন, আপনার তো মুফতি ফয়জুল্লাহ্ রহ্. সঙ্গে নিসবত আছে ৷ প্রয়োজন নেই ৷ অনেক অনুরোধের করার পরে অজিফা দিলেন ৷ আর লোকদেরকে আমার কাছে বাইয়াত ও ফাতওয়ার জন্য প্রেরণ করতেন ৷ এটা হযরত ওয়ালার নেক ধারণা ছাড়া কিছুই ছিলনা ৷ বাস্তবে আমি এটার উপযুক্ত না ৷ (আস্তাগফিরল্লাহ্!)

(২০১৭ইং সনে উস্তাদে মুহতারাম আল্লামা মুফতি নূর আহমদ সা. বা. উত্তরবঙ্গের সফরে গেলে গাড়ি এক্সিডেন্ট হয় ৷ তখন হুজুর দা.বা. স্ট্রোক করেন ৷ তখন থেকে হুজুর মারত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন ৷ সেই থেকে ইন্তিকালের আগ পর্যন্ত হুজুর অসুস্থতার মধ্যেই ছিলেন ৷

হযরত মুফতি নূর আহমদ (রহ.) লিখিত গ্রন্থাবলী
(١) ارشاد القاري علي اوائل البخاري (عربي) (زيرطبعات)
(٢)تقريرات نسائي شريف كامل(اردو)( زيرطبعات)
(٣)التقرير الحاوي علي القاضي(عربي) (زيرطبعات)
(٤) التعليق الحاوي علي ديوان المتنبي (اردو) (زيرطبعات)
(٥) تذكرة المصنفين (اردو) (زيرطبعات)
(٦) شرح گلستاں (اردو) (زير طبعات)
(٧) شرح مسلم الثبوت (اردو) (زيرطبعات)
(٨) چهل حديث (عربي-اردو) (زيرطبعات)
(٩) تبصرة علم الادب( عربي) (زيرطبعات)
(١٠) جواهر الفتاوي (اردو)
(١١)جواهر المسائل ( اردو)
(١٢)تحفة المفتي ( اردو)
(١٣)فضائل ومسائل قرباني (اردو-بنگله)
(١٤)فضائل ومسائل حج( اردو-بنگله)
(١٥)فضائل ومسائل رمضان( اردو-بنغله)
(١٦) تذكرة شيخ الحديث
(١٧)الرسالة الوضئية مع الرسالة السنية (عربي)
(١٨) اشرف الفتاوي( مكمل ٥ جلد)(اردو)
(١٩) مواعظ حسنة (اردو)
(٢٠) درس بيضاوي ( اردو)
(٢١) قادينيت اور اسلام (اردو)
(٢٢) شريعت و طريقت (اردو)
(٢٣) مسنون شادي(فارسي)
(٢٤) ازالة الستور عن منكراة القبور( عربي)
(٢٥) فوائد بے نظير شرح نحومير(اردو)

আল্লামা মুফতি নূর আহমদ সাহেব (রহ.) আজ (৩১ মার্চ) শুক্রবার ভোর পৌনে ৪টায় (৮ রমযান সাহরির সময়) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

ইন্তিকালের সময় তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন বলে জানান মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ServerNeed.com