আবু তৈয়ব: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
গত রবিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোটগ্রহণ।
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহি চারিয়া উচ্চ বিদ্যালয়ের অবিভাবক গ্রুপের (ম্যানেজিং) কমিটির নির্বাচনে চারজন অভিভাবক সদস্য সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়, ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে, তারা হলো মোহাম্মদ ইলিয়াস, মো. তৌহিদুল ইসলাম চৌধুরী, সৈয়দ নুরুল আজিম, মোঃ নাছির উদ্দীন, মোঃ মুছা,শিমুল কান্তি নাথ।
এর মধ্যে নির্বাচনে মোহাম্মদ ইলিয়াস ১৩৭ ভোট পেয়ে ১ম, সৈয়দ নুরুল আজিম ১২৮ ভোট পেয়ে ২য়, মোহাম্মদ নাছির উদ্দীন ১১৬ ভোট পেয়ে ৩য়, মোহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী ১০৭ ভোট পেয়ে ৪র্থ স্থানে বিজয়ী হয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হন, অন্যদের মধ্যে শিমুল কান্তি নাথ পেয়েছে ৯৬ ভোট, মোহাম্মদ মুছা পেয়েছে ৮৯ ভোট, সাধারণ মহিলা অভিভাবক সদস্যদের মাঝে অংশগ্রহণ করেন রুজি আক্তার, শাহেদা আক্তার, রুজি আক্তার ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, শাহেদা আক্তার ১১৪ ভোট পেয়েছে, সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন শাহ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হারুনুর রশীদ, মোহাম্মদ শওকত উজ্জামান চৌধুরী, বিশজিৎ রায়, মোহাম্মদ হারুনর রশীদ ৭ ভোট পেয়ে ১ম হয়েছে, মোহাম্মদ শওকত উজ্জামান চৌধুরী ও শাহ জাহাঙ্গীর আলম ৬ ভোট করে পেয়েছে, লটারিতে জয় হয়ে ২য় হয়েছে শাহ মোহাম্মদ শওকত উজ্জামান, বিশ্বজিৎ রায় পেয়েছে ৫ ভোট।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন হাটহাজারী উপজেলার সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।