প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৪, ১১:১৮ পি.এম
চারিয়া ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক রাশেদের হিমালয় ব্রিকসসহ ৪ ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত টানা অভিযান পরিচালনা করা হয়।
জরিমানা করা ৪টি ইটভাটা হলো, চারিয়া ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক রাশেদের মেসার্স হিমালয় ব্রিকস, কাদেরিয়া ব্রিকস কোম্পানি , মেসার্স সততা ব্রিকস, কাজী ব্রিকস ম্যানুফ্যাকচারিং।
অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামে সহকারী পরিচালক নূর হাসান সজীব, হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যগণ, ফায়ার সার্ভিস হাটহাজারী ও সরকার হাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নুর হাসান সজীব বলেন, হাটহাজারী উপজেলা সহকারী ভুমি কমিশনার কে সঙ্গে নিয়ে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় সরকারি নির্দেশনা না মেনে গড়ে ওঠা ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
এ সময় চারিয়া ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক রাশেদের মেসার্স হিমালয় ব্রিকস, কাদেরিয়া ব্রিকস কোম্পানি , মেসার্স সততা ব্রিকস, কাজী ব্রিকস ম্যানুফ্যাকচারিংকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
চারিয়া ইটভাটায় অভিযান চালানো ৪টি ইটভাটা কি অবৈধ নাকি সব ইটভাটায় অবৈধ? এমন প্রশ্নের উত্তর নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে! যদি সবই অবৈধ হয়ে থাকে, তাহলে ৪টায় কেন অভিযান? তা নিয়ে চলছে নানা গুঞ্জন! এ সব প্রশ্নের উত্তর দেবে কে?
উপরোক্ত প্রশ্নের উত্তর খোঁজতে ফোন দিলাম এসিল্যান্ড আবু রায়হান কে? কয়েকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি। এরপর হোয়াটসঅ্যাপ মেসেজ কোন উত্তর নেই।
Copyright © 2024 Hathazarinews.com. All rights reserved.