নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় ২০-২৫ জনের সঙ্গবদ্ধ গাছ চোরের কেউ দন্ডায়মান গাছ কাটছে কেউবা পূর্বে কর্তিত গাছ ছেঁও করাত দিয়ে সেকশন দেওয়ার ১০৮ ঘনফুট বিবিধ প্রজাতির জ্বালানী কাঠ ভর্তি জীপগাড়ী জব্দ করা হয়।
গত মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে এ কাঠ ভর্তি জীপগাড়ি আটক করা হয়। এ সময় ২টি করে ছেঁও করাত ও কুড়াল জব্দ করা হয়।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, সকল সংরক্ষিত বন ও সৃজিত বাগানে বেশি বেশি টহল জোরদার করতে বলা হয়। এছাড়াও জব্দকৃত মালামাল হাটহাজারী রেঞ্জ অফিস হেফাজতে রাখা হয়। এব্যাপারে যথাসময়ে পিওআর বন মামলা দায়ের করা হয়।