ইট ভাটায় জ্বালানী কাঠের ব্যবহার, পরিবেশের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স হালনাগাদ না থাকার অপরাধে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসন।
শনিবার ( ৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা হতে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলে এ অভিযান।
জরিমানাকৃত ইটভাটাগুলো: মেসার্স কাদেরিয়া ব্রিকস(৫৫৫)-কে ২ লাখ টাকা, মেসার্স কর্ণফুলি ব্রিকস(NBM) কে ২ লাখ টাকা, মেসার্স গোল্ডেন ব্রিকস(GBH) কে ৫০ হাজার টাকা, মেসার্স সাঈদ আহম্মদ ব্রিকস(SAB) কে ১ লাখ টাকা এবং মেসার্স ন্যাশনাল ব্রিকস(S&B) কে ৫০ হাজার টাকাসহ মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), চট্টগ্রাম শারমিন জাহান, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুর আলম, সিনিয়র ক্যামিস্ট জান্নাতুল ফেরদৌস, হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম এবং মোবাইল কোর্টের সার্বিক সহযোগিতা করেন হাটহাজারী থানা পুলিশ, আনসার সদস্য ও সরকারহাট ইউনিয়ন ভূমি অফিস।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্টের অংশ হিসেবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আওতায় ইট ভাটায় জ্বালানী কাঠের ব্যবহার, পরিবেশের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স হালনাগাদ না থাকার অপরাধে ৫টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা এবং ১০০০ ঘন ফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।