নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
ফরহাদাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার কে ঘর নির্মাণ করে দেয়া হবে: উপদেষ্টা ফারুক ই আজম হাটহাজারীতে আগুনে পুড়লো ৪ পরিবারের বসতঘর পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তীর পিএইচডি ডিগ্রি অর্জন হাটহাজারীতে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার  ফরহাদাবাদের বংশালে বন্যা কবলিত ভাইকে দেখতে গিয়ে বোনের মৃত্যু ফরহাদাবাদে মধ্যে রাতে বন্যার পানি ঘরে: মালামাল বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবক নিহত হাটহাজারীতে নির্মাণাধীন ভবনে পড়েছিল ব্যবসায়ীর লাশ বীর মুক্তিযোদ্ধা এলএমজি মাহাবুর ইন্তেকাল  নরমাল ডেলিভারিতে ৮ নবজাতকের জন্ম হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার থেকেই হাটহাজারী মডেল থানার পুলিশি কার্যক্রম শুরু: ওসি মনিরুজ্জামান 
চারিয়ার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার সাজাপ্রাপ্ত আসামীকে ২০ বছর পরে ধরলো র্যাব!

চারিয়ার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার সাজাপ্রাপ্ত আসামীকে ২০ বছর পরে ধরলো র্যাব!

নিজস্ব প্রতিবেদক:

হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার আলোচিত ও চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ জামাল ক্যারাতি জামাল দীর্ঘ ২০ বছর পলাতক থাকার পর আটক করে র‌্যাব-৭।

রবিবার (৫ মার্চ) ভোরে তাকে আটক করা হয়।

র্যাব ৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার বলেন, মামলার বাদী এবং উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শী মজ্জল মাস্টার কাছ থেকে জানা যায় যে, জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে মৃত ভিকটিম আবুল বশর, বাদশাহ ও কাশেমদের সাথে ধৃত আসামী জামালের পরিবারের সাথে দীর্ঘদিন যাবৎ ঝগড়া-বিবাদ চলে আসছিল। এই সূত্র ধরে গত ২৬/০৫/২০০৩ ইং তারিখ সকাল অনুমানিক ১১০০ ঘটিকায় জামাল ও তার পরিবারের অপরাপর সদস্যরা আগ্নেয়াস্ত্র, কিরিচ এবং ধাড়লো চাকুসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন চারিয়া কাজীপাড়া এলাকায় উপস্থিত হয়ে ভিকটিম আবুল বশর, বাদশাহ ও কাশেমদেরকে এলোপাতারি গুলি করে, এছাড়াও কিরিচ ও দা দিয়ে উপর্যপুরি কুপিয়ে রক্তাক্ত জখম করে নির্মম ও নৃশংসভাবে ০৩ জনকেই ঘটনাস্থলে মৃত্যু নিশ্চিত করে। ঘটনার সাথে সাথেই কালাম ও তার অপরাপর সহযোগীরা দ্রæত ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

তিনি বলেন,  পরবর্তীতে নিহতদের ভাই মজ্জল মাস্টার বাদী হয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় ধৃত আসামী জামাল সহ ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-২১(৫)০৩ এবং জি. আর নং- ১৩৯/০৩। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করা হয়। যাহাতে মামলার নম্বর হয় বিঃ ট্রাঃ মাঃ নং- ৪৫/০৪।

বিজ্ঞ আদালত সকল সাক্ষ্য প্রমানের ভিত্তিতে দীর্ঘ বিচার প্রক্রিয়া কার্যক্রম শেষে উক্ত আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ৫০,০০০/- টাকা অর্থদন্ড সহ বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

এরপর হতেই উল্লেখিত আসামী পলাতক থাকে। বিষয়টি র‌্যাব-০৭, চট্টগ্রাম অবগত হওয়ার পর উক্ত পলাতক আসামীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজড়দারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত ট্রিপল মার্ডার মামলা যাবজ্জীবন কারাদÐে দÐিত ওয়ারেণ্টভুক্ত পলাতক আসামী জামাল @ ক্যারেটি জামাল আইন-শৃঙ্খালা রক্ষাকারী বাহিনীর কাছে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন চারিয়া এলাকার একটি বাড়িতে আত্মগোপন করে আছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী- জামাল @ ক্যারেটি জামাল (৬০), পিতা- মৃত সৈয়দ করিম, সাং- চারিয়া কাজীপাড়া, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হন।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করতঃ উপরে উল্লেখিত মামলার ঘটনার সাথে সাথে সরাসরি জড়িত এবং মূল পরিকল্পণাকারী ছিলো বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ServerNeed.com