বন্দরনগরী চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা থেকে অপহৃত শিশু মাহিন (৫) কে হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন থেকে উদ্ধার করে পুলিশ।
[caption id="attachment_8634" align="alignnone" width="300"] অপহৃত শিশু মাহিন[/caption]
থানা সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল দুপুর অনুমান ১টা ৩০ মিনিটের সময় বাদি মোছাঃ পারুল বেগম এর ছোট ছেলে (ভিকটিম) তাহার বর্তমান ঠিকানার বাসা চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা, এএলখান স্কুলের পিছনে, এসএস ভবন, সেমি পাকা কলোনীর প্রবেশের গলিতে খেলাধুলা করার জন্য বের হয়। একই দিন দুপুর অনুমান ১টা ৪০ মিনিটের সময় বাদি কলোনীর আশপাশ এলাকাসহ সম্ভাব্য সকল স্থানে ভিকটিমকে খোঁজাখুজি করে না পেয়ে চান্দগাঁও থানায় এসে একটি নিখোঁজ ডায়েরী দায়ের করেন।
[caption id="attachment_6044" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলাম বলেন, শিশু নিখোঁজ ডায়েরী করার সাথে সাথে তদন্ত নামে এসআই জালাল আহমেদ। এরপর সঙ্গীয় অফিসারসহ গোপন সংবাদের ভিত্তিতে এবং ঘটনাস্থল এলাকায় প্রাপ্ত সিসিটিভির ভিডিও ফুটেজ যাচাই করে গতকাল শুক্রবার ২৮ এপ্রিল মোঃ নুর ইসলাম প্রঃ মুরাদ ও মোঃ জুয়েলকে হেফাজতে নিয়ে ভিকটিমের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। তাদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদেরকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে হাটহাজারী থানাধীন ছিপাতলী লুতি তালুকদার বাড়ীস্থ ধৃত মোঃ রাসেল ও রিমা আক্তারের হেফাজত থেকে ভিকটিম কে উদ্ধার করেন।
[caption id="attachment_7891" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
আটককৃতরাসহ ভিকটিমকে থানায় এনে বাদিকে সংবাদ দিলে বাদি থানায় উপস্থিত হয়ে ভিকটিমকে সনাক্ত করেন।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]