হাটহাজারী নিউজ ডেস্ক:
এবার ইপিজেড থানার বন্দরটিলার নয়ারহাটের চাঞ্চল্যকর শিশু আলিনা ইসলাম আয়াতকে ৬ টুকরো করে সাগরে ভাসিয়ে দেয়ার ঘটনায় পাষাণ্ড ঘাতক আবির মিয়ার মা, বাবা এবং বোনকে গ্রেফতার করে পিবিআই।
[caption id="attachment_5689" align="alignnone" width="300"] হাটহাজারী নিউজ[/caption]
সোমবার (২৮ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, পাষাণ্ড ঘাতক আবির মিয়ার মা আলো বেগম, বাবা আজহারুল ইসলাম এবং বোন আঁখি আকতার।
পরে তাদের চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহর আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান পিবিআই।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
পিবিআইয়ের পুলিশ সুপার নাঈমা সুলতানা গণমাধ্যমকে বলেন, আয়াত হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে আবিরের মা, বাবা এবং বোনকে সোমবার রাতে গ্রেফতার দেখানো হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি বলেন, আগে থেকে রিমান্ডে থাকা আবিরের কাছ থেকে কিছু তথ্য পেয়েছি।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তার দেয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আবিরের দেওয়া তথ্যে মা, বাবা এবং বোনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই আবিরের পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।(বিডি)